পুরু কাচের গ্লাসে ফুটন্ত জল ঢাললে অনেকসময় সেটি ফেটে যায় কেন?
Q. দুটি খুঁটির মাঝে টেলিফোন বা বৈদ্যুতিক তারকে কিছট।
ঝুলিয়ে রাখা হয় কেন?
Ans:- গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার জন্য দুটি খুঁটির মাঝে থাকা টেলিফোন বা বৈদ্যুতিক তার প্রসারিত হয় এবং শীতকালে তাপমাত্রা কম থাকার জন্য সংকুচিত হয়। যদি তারকে দুটি খুঁটির মাঝে টানটান করে রাখা হয় তাহলে শীতকালে সংকোচনের ফলে যে তাপীয় টানের উদ্ভব হয় তার ফলে তারটি হয় ছিড়ে যাবে না হলে খুঁটি হেলে যাবে।
Q. শীতকালে পাথরের মেঝের ওপর কার্পেট পাতলে আরাম
বােধ হয় কেন?
>> শীতকালে বায়ুমণ্ডলের উন্নতা কমলে ঘরের মেঝের উন্নতাও কমে যায়। কিন্তু আমাদের শরীরের উন্নতা মেঝের তুলনায় বেশি থাকে। পাথর তাপের সুপরিবাহী হওয়ায় পাথরের মেঝের ওপর দিয়ে হাঁটলে শরীর থেকে তাপ পা-এর তলা দিয়ে পাথরে পরিবাহিত হয় বলে মেঝ খুব ঠান্ডা লাগে। কিন্তু পাথরের মেঝের ওপর কার্পেট পাতলে, কার্পেট তাপের কুপরিবাহী হওয়ায় পায়ের তলা দিয়ে তাপের পরিবহণ খুব কম হয়। তাই মেঝে অতটা ঠান্ডা লাগে না| ফলে আরাম বোধ হয়।Q. শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন?
>> পাখিরা পালক ফুলিয়ে রাখলে পালকের ফাকে বায়ু আবদ্ধ থাকে। বায়ু তাপের কুপরিবাহী হওয়ায় পাখিদের শরীরের তাপ বাইরে পরিবাহিত হয় না, ফলে শরীর গরম থাকে। এই কারণে শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে।
Q. বরফকে কাঠের গুঁড়াে দিয়ে ঢেকে রাখলে সহজে গলে যায়
কাঠ ও কাঠের গুঁড়াে উভয়ই তাপের কুপরিবাহী| কাঠের
না কেন?
>> গুড়ােতে বায়ু আবদ্ধ থাকায় তাপ পরিবাহিতা আরও কমে যায়। তাই বাইরে থেকে তাপ সহজে বরফে সঞ্চালিত হতে পারে না, ফলে বরফও সহজে গলে যায় না।Q. পুরু কাচের গ্লাসে ফুটন্ত জল ঢাললে অনেকসময় সেটি ফেটে যায় কেন?
» পুরু কাচের গ্লাসে ফুটন্ত জল ঢাললে জলের উন্নতা বেশি হওয়ার জন্য গ্লাসের ভিতরের উন্নতা হঠাৎ করে বেড়ে যায়,ফলে ভিতরের দিকটা প্রসারিত হয়। কাচ তাপের কুপরিবাহী এবং গ্লাসটি পুরু হওয়ায় কাচের মধ্য দিয়ে তাপের পরিবহণ খুব কম হয়| ফলে গ্লাসের বাইরের দিকে প্রসারণ খুব কম হয়। কাচের গ্লাসের ভিতর ও বাইরের এই অসম প্রসারণের জন্য এক অভ্যন্তরীণ বলের উদ্ভব হয়। ফলে অনেকসময় প্লাসটি ফেটে যায়।
 

Post a Comment