model activity- 2
1. ডাইন ও নিউটন এর মধ্যে সম্পর্ক ?
Ans:-
আমরা জানি,
বল = ভর x অভিকর্ষজ ত্বরণ
⇒ 1N = 1kg×1m/s^2
⇒ 1N = 1000 g ×100cm/s^2
⇒ 1N = 1000×100×g×cm/s^2
⇒ 1N = 10^5 x 1g×cm/s^2
1 newton = 10^5 dyne
2. একটি নিস্তড়িত পরমাণুর K কক্ষে 2টি, L কক্ষে 8টি ও M কক্ষে 2টি ইলেকট্রন আছে | মৌলটির পারমাণবিক ক্রমাঙ্ক কত ? মৌলের পরমাণুটির M কক্ষের ইলেকট্রন 2 সরিয়ে নিলে যে আয়ন তৈরি হয় তার সংকেত লেখো ?
Ans:- মৌলটির পারমাণবিক ক্রমাঙ্ক – 12 (মৌলটি ম্যাগনেসিয়াম) M কক্ষের ইলেকট্রন 2 সরিয়ে নিলে Mg+2 আয়ন তৈরি হয়|
Ans:- যে তরলের আয়তন মাপতে হবে সেই তরল পদার্থকে মাপক চোঙ এর ভিতর ঢেলে উপরিতলের পাঠ নিতে হয় | পাঠ নেওয়ার সময় পাঠবিন্দু সঙ্গে চোখ লম্বভাবে রাখতে হবে | যেসব তরল কাচকে ভেজায় (যেমন জল ), চোঙের মধ্যে সেই তলের উপরিতল অবতল হয়, সেক্ষেত্রে অবতল এর সবচেয়ে নিচের অংশের পাঠ নিতে হয় |
ধরা যাক,
X ফোঁটা জলের আয়তন V লিটার
এক ফোঁটা জলের আয়তন = v/x লিটার
4. রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি ত্রুটি লেখো |
Ans:- রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান দুটি অসঙ্গতি দেখা যায়। যেমন—
· বিজ্ঞানী নীলস বোর (Niels Bohr) জানান যে, ধনাত্মক চার্জ বাহী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক কার্যবাহী ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে আবর্তন করতে থাকলে তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুযায়ী এগুলো থেকে সর্বদা শক্তি বিকিরণ হতে থাকবে। ফলে ইলেকট্রনগুলি শক্তি হারাবে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে। একসময় ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের ওপর গিয়ে পড়বে। অর্থাৎ, পরমাণুর আর কোনো ইলেকট্রনীয় গঠন থাকবে না। কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না যা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি ত্রুটি।
· নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন গুলো অবিরাম ঘুরতে থাকে ওই ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো থেকে অবিরাম শক্তি বিকীর্ণ হতে থাকে। এর ফলে পরমাণুর যে বর্ণালী পাওয়া যাবে, সেটা সূর্যরশ্মির বর্ণালীর মতে নিরবচ্ছিন্ন হবে। কিন্তু বাস্তবে দেখা যায় পরমাণু রেখা বর্ণালি সৃষ্টি করে। রাদারফোর্ডের পরমাণু মডেল এই ঘটনার ব্যাখ্যা করতে পারে না।যা রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর একটি ত্রুটি বা সীমাবদ্ধতা।
5. একটি খেলনা গাড়ি 20 cm/s বেগে চলছিল |1 মিটার যাওয়ার পর ওই গাড়ির বেগ দাঁড়ালো 50 cm/s | গাড়িটির ত্বরণ নির্ণয় করো |
Ans:- গাড়ির প্রাথমিক বেগ (u) = 20 cm/s
অতিক্রান্ত দূরত্ব (s) = 1 m
= 100 cm
100 cm দূরত্ব অতিক্রম করার পর বেগ (v) = 50 cm/s
ধরা যাক,
গাড়িটি ত্বরণ = a cm/s^2
আমরা জানি,
v^2 = u^2 + 2.a.s
Or, 50^2 = 20^2 + 2.a.100
Or, 25000 = 400 + 200a
Or, 2500 - 400 = 200a
Or, 2100 = 200a
Or, a = 2100/200
Or, a =21/2
> a = 10.5
গাড়িটি ত্বরণ = 10.5 cm/s^2


Post a Comment