- অ্যামিটার >> তড়িৎ প্রবাহের শক্তি পরিমাপক যন্ত্র।
- থার্মোকাপল >> তাপমাত্রা নিয়ন্ত্রক, যন্ত্র যেখানে তাপবিদ্যুৎ কে কাজে লাগানো হয়।
- অ্যানিমোমিটার >> বায়ুর গতি ও গতিপথ মাপক যন্ত্র।
- ভার্নিয়ার স্কেল >> অতিক্ষুদ্র দৈর্ঘ্য মাপার স্কেল।
- অলটিমিটার >> বিশেষ ধরনের ব্যারোমিটার, যার সাহায্যে উচ্চতা মাপা হয়।
- ভিস্কো মিটার >> তরলের আর্দ্রতা পরিমাপক যন্ত্র।
- অডিওমিটার >> শ্রবণশক্তি পরীক্ষার যন্ত্র।
- ইডিওমিটার >> বিভিন্ন গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে আয়তনের পরিবর্তন মাপক যন্ত্র
- ব্যারোমিটার >> বায়ুচপ মাপার যন্ত্র।
- ম্যাগনেটোমিটার >> চুম্বকত্ব নির্ণয়ের যন্ত্র।
- ক্রোনোমিটার >> সমুদ্রের দিক নির্ণয় এক বিশেষ ঘড়ি।
- ফ্যাদোমিটার >> সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র।
- ওডোমিটার >> চাকাযুক্ত জান যার দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়।
- ক্যালরিমিটার >> তাপের পরিমাণ মাপার যন্ত্র।
- পেরিস্কোপ >> উপরের জিনিস দেখার আয়না যুক্ত যন্ত্র।
- কোলোরিমিটার >> রং এর গভীরতা মাপক যন্ত্র।
- ফনোগ্রাফ >> শব্দলিখন ও শব্দ পুনরুৎপাদনের যন্ত্র।
- কম্পিউটার >> বিভিন্ন তথ্য সংরক্ষন ও জটিল গণনার আধুনিক যন্ত্র।
- ফটো মিটার >> আলোকের তীব্রতা পরিমাপক যন্ত্র
- ডায়নামো মিটার >> তড়িৎ শক্তি মাপক যন্ত্র।
- পিনকমিরর >> তরলের ঘনত্ব ও আয়তন গুণাঙ্ক নির্ণয়।
- ডিংকারস এপারেটাস >> শিশুদের প্যারালিসিসে শ্বাস নেওয়ার সুবিধার জন্য প্রস্তুত যন্ত্র।
- পোলারিমিটার >> আয়তন সংক্রান্ত পরিমাপের সাহায্যকারী যন্ত্র।
- কোয়াড্রান্ট >> নোবিতা এবং জ্যোতিষ শাস্ত্রের উৎস ও কোণ পরিমাপক যন্ত্র।
- হাইড্রোমিটার >> তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র।
- রাডার >> radio detection and ranging. তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমূহ দ্বারা বিমান পথ, জাহাজ প্রভৃতির দক ও পাল্লা নির্ণয়ক যন্ত্র।
- হাইগ্রোস্কোপ >> ঘুর্ণয়মান বস্তুর গতি নির্ণায়ক যন্ত্র।
- রেনগজ >> কোন স্থানে বৃষ্টিপাতের পরিমাপক যন্ত্র।
- ল্যাকটোমিটার >> দুধের বিশুদ্ধতা পরীক্ষার যন্ত্র।
- সেকারিমাটার >> দ্রবণে চিনির পরিমাপক যন্ত্র।
- টাকো মিটার >> যন্ত্র চালিত নৌকা ও বিমানের গতি নির্ণায়ক যন্ত্র।
- স্যালাইনোমিটার >> ঘনত্ব পরিমাপ করে লবণ গ্রহণের পরিমাণ নির্ণয় যন্ত্র।
- টনজেন্ট >> বিদ্যুতের (DC) শক্তি পরিমাপক করা হয়।
- গ্যালভানোমিটার >> স্বল্পমাত্রার তড়িৎ শক্তি ও শনাক্তকরণের যন্ত্র।
- সেক্সট্যান্ট >> জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত যন্ত্র বিশেষ, যার সাহায্যে দুটি বস্তুর কৌণিক দূরত্ব নির্ণয় করা হয়।
- টেলস্টার >> মহাশূন্যে যোগাযোগ রক্ষাকারী স্যাটেলাইট।
- স্পিডোমিটার >> চলমান বস্তুর গতি পরিমাপ করা হয়।
- থার্মস্কপে >> বস্তুর মধ্যে উষ্ণতার ব্যবধান পরিমাপ করা হয়।
- স্ফিগমোম্যানোমিটার >> রক্ত চাপ মাপক যন্ত্র।
- পীরহ্যালোমিটার >> সূর্যের বিকিরণ নির্ণয় করা হয়।
Post a Comment