পৃথিবী সৃষ্টির পর পৃথিবীর বায়ুমন্ডলে কোন কোন গ্যাস ছিল ?

পৃথিবী সৃষ্টির পর পৃথিবীর বায়ুমন্ডলে কোন কোন গ্যাস ছিল ?





১) প্রশ্ন:- আরশোলার দিয়ে কোন গহব্বরে রক্ত সাময়িকভাবে মুক্ত হয় ?
উত্তর:- হিমোসিল

২) প্রশ্ন:- একটি সংবহনতন্ত্র যুক্ত অমেরুদন্ডী প্রাণীর নাম
উত্তর:- কেঁচো (অ্যানিলিডা)

৩) প্রশ্ন:- হাঙরের ফুলকা ছিদ্র সংখ্যা কটি ?
উত্তর:- পাঁচ থেকে সাত জোড়া

৪) প্রশ্ন:- কানকো বিহীন একটি মাছের নাম ?
উত্তর:- হাঙ্গর

৫) প্রশ্ন:- সবচেয়ে ছোট পাখির নাম কি ?
উত্তর:- হামিংবার্ড

৬) প্রশ্ন:- সবচেয়ে বড় পাখির নাম কি ?
উত্তর:- উৎপাখি বা অস্ট্রিচ

৭) প্রশ্ন:- পৃথিবী সৃষ্টির পর পৃথিবীর বায়ুমন্ডলে কোন কোন গ্যাস ছিল ?
উত্তর:- মিথেন, অ্যামোনিয়া, কার্বন-মনোক্সাইড, জলীয় বাষ্প

৮) প্রশ্ন:- কোন প্রকার জীবের ক্রিয়ায় পৃথিবীতে অক্সিজেন সৃষ্টি হয় ?
উত্তর:- সায়ানোব্যাকটেরিয়া

৯)প্রশ্ন:- জাহাজ থেকে চুইয়ে পড়া তেল সমুদ্রে পড়লে কোন ব্যাকটেরিয়া তাকে বিনষ্ট করে দেয়?
উত্তর:- সিউডোমোনাস পুটিডা

১০) প্রশ্ন:- কোন পর্বের প্রাণীরা গমনে অক্ষম ?
উত্তর:- পরিফেরা

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Breaking

Know More