উদ্ভিদ জগতের উভচর কাকে বলে
১) প্রশ্ন:- প্রথম গরম তরল স্যুপ কথাটির প্রবক্তা কে ?
উত্তর:- বিজ্ঞানী হ্যালডেন
২) প্রশ্ন:- প্রথম সৃষ্টি জেনেটিক বস্তু কোনটি ?
উত্তর:- RNA
৩) প্রশ্ন:- পৃথিবীতে অক্সিজেন সৃষ্টিকারী প্রথম জীব কোনটি ?
উত্তর:- সায়ানোব্যাকটেরিয়া
৪) প্রশ্ন:- প্রাণিবিদ্যার দুটি ফলিত শাখার নাম কি ?
উত্তর:- সেরিকালচার ও এপিকালচার
৫) প্রশ্ন:- উদ্ভিদবিদ্যার দুটি ফলিত শাখার নাম কি ?
উত্তর:- হর্টিকালচার, এপিকালচার ও ফ্লোরিকালচার
৬) প্রশ্ন:- দ্বিপদ নামকরণ এ ব্যবহৃত দুটি পথ কি কি ?
উত্তর:- গণ ও প্রজাতি
৭) প্রশ্ন:- খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এরূপ ছত্রাক এর উদাহরণ দাও ।
উত্তর:- এগারিকাস ক্যাম্পেসস্ট্রিস
৮) প্রশ্ন:- বস্তুতান্ত্রিক এর ভূমিকা পালন করে এমন জীবের উদাহরণ ?
উত্তর:- ব্যাকটেরিয়া ও ছত্রাক
৯) প্রশ্ন:- শৈবাল ও ছত্রাকের মিলিত উদ্ভিদ গোষ্ঠী কোনটি ।
উত্তর:- লাইকেন
১০) প্রশ্ন:- উদ্ভিদ জগতের উভচর কাকে বলে ?
উত্তর:- মস বা ব্রায়োফাইটা

Post a Comment