করোনা ভাইরাস আক্রান্ত হলো যে রোগ হয় তার নাম কি?
"করোনা" নামটি কোথা থেকে এসেছে এবং এর অর্থ কি?
প্রশ্ন:- করোনা
ভাইরাস আক্রান্ত হলো যে রোগ হয় তার নাম কি?
উত্তর:- COVID-19
উত্তর:- COVID-19
প্রশ্ন:- এটি কোন
ভাইরাসের পরিবর্তিত রূপ?
উত্তর:- SARS Viruse-এর
উত্তর:- SARS Viruse-এর
প্রশ্ন:- SARS-CoV-2 এর fullform কী?
উত্তর:- Severe acute respiratory syndrome coronavirus 2
উত্তর:- Severe acute respiratory syndrome coronavirus 2
প্রশ্ন:- করোনাভাইরাসের
বৈজ্ঞানিক নাম কি ?
উত্তর:Orthocoronavirinae (অর্থোকরোনাভিরিনি) বা Coronavirinae (করোনাভিরিন্যা)
উত্তর:Orthocoronavirinae (অর্থোকরোনাভিরিনি) বা Coronavirinae (করোনাভিরিন্যা)
প্রশ্ন- নোবেল করোনা
ভাইরাসের কবে উৎপত্তি হয়
উত্তর:- 2019 সালের ডিসেম্বর মাসে
প্রশ্ন:- বিশ্ব
স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটির কি নামকরণ করে ?
উত্তর:- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে ‘2019-NCOV’ নামকরণ করে।
উত্তর:- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে ‘2019-NCOV’ নামকরণ করে।
প্রশ্ন:-
"করোনা" নামটি কোথা থেকে এসেছে এবং এর অর্থ কি?
উত্তর:- “করোনাভাইরাস” নামটির উৎপত্তি ল্যাটিন শব্দ করোনা থেকে যার অর্থ “মুকুট” বা “হার”।
উত্তর:- “করোনাভাইরাস” নামটির উৎপত্তি ল্যাটিন শব্দ করোনা থেকে যার অর্থ “মুকুট” বা “হার”।
প্রশ্ন:- করোনা ভাইরাস কোন ধরনের ভাইরাস ?
উত্তর:- এটি RNA ভাইরাস
উত্তর:- এটি RNA ভাইরাস
প্রশ্ন:- এই ভাইরাস
মানব দেহের কোন অঙ্গ কে আক্রমণ করে ?
উত্তর:- ফুসফুস।
উত্তর:- ফুসফুস।
প্রশ্ন:- এই
ভাইরাসটির দেখতে কেমন?
উত্তর:- একে দেখতে অনেকটা মুকুট বা সৌর করোনার মত।
উত্তর:- একে দেখতে অনেকটা মুকুট বা সৌর করোনার মত।
প্রশ্ন:- করোনা
ভাইরাস এর আকার কত ক্ষুদ্র?
উত্তর:- ভাইরাস কণার ব্যাস প্রায় ১২০ ন্যানোমিটার।
উত্তর:- ভাইরাস কণার ব্যাস প্রায় ১২০ ন্যানোমিটার।
প্রশ্ন:- করনা
ভাইরাসের জিনোমের আকার কত বড়?
উত্তর:-করোনাভাইরাসগুলির জিনোমের আকার প্রায় ২৭ থেকে ৩৪ কিলোবেইজের মধ্যে থাকে।

Post a Comment