কোন্‌ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় ?


কোন্‌ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় ?


প্রশ্ন 1 : স্বরাজ আমার জন্মগত অধিকার”- কার উক্তি ?
উত্তর : বাল গঙ্গাধর তিলক

প্রশ্ন 2 : সুভাষচন্দ্র বসুর মৃত্যু সংক্রান্ত রহস্য সন্ধানে গঠিত সর্বশেষ কমিটির নাম কী ?
উত্তর : জাস্টিস মুখার্জি কমিশন

প্রশ্ন 3 : সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
উত্তর : দার্জিলিং জেলায়

প্রশ্ন 4 : আকবরনামা কে লিখেছেন ?
উত্তর : আবুল ফজল

প্রশ্ন 5 : ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর : দেরাদুন

প্রশ্ন 6 : কোন্‌ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৯৩৫

প্রশ্ন 7 : ন্যাটোর (NATO) প্রধান কার্যালয় কোথায় ?
উত্তর : ব্রাসেলস (বেলজিয়াম)

প্রশ্ন 8 : গন্ডোয়ানা স্তর কীসের জন্য বিখ্যাত ?
উত্তর : কয়লা

প্রশ্ন 9 : ২০১৬-র জ্ঞানপীঠ কে পাচ্ছেন ?
উত্তর- কবি শঙ্খ ঘোষ

প্রশ্ন 10 : কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর- ১৮১৭

প্রশ্ন 11 : বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?
উত্তর : বল্লাল সেন

প্রশ্ন 12 : কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ?
উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত

প্রশ্ন 13 : দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : কুতুবউদ্দিন আইবক

প্রশ্ন 14 : কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : বাণভট্ট

প্রশ্ন 15 : কিরণ বেদি ম্যাগসাইসাই কবে পান ?
উত্তর : ১৯৯৪ সালে

প্রশ্ন 16 : নেপালের কারেন্সির নাম কী ?
উত্তর : রুপি

প্রশ্ন 17 : ২০১৭-র ডেভিস কাপে ভারতকে নেতৃত্ব দেবেন কে ?
উত্তর : মহেশ ভূপতি

প্রশ্ন 18 : বিশ্ব মৎস্যচাষ দিবস কবে ?
উত্তর : ২১ নভেম্বর

প্রশ্ন 19 : ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কী ?
উত্তর : তথাগত রায়

প্রশ্ন 20 : কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর নাম কী ?
উত্তর : প্রকাশ জাওড়েকর

প্রশ্ন 21 : ২০১৬ সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন ?
উত্তর : জুয়ান ম্যানুয়েল স্যান্টোস (Juan Manuel Santos)

প্রশ্ন 22 : ভারতে সয়াবিন উৎপাদনে এগিয়ে কোন রাজ্য ?
উত্তর : মধ্যপ্রদেশ

প্রশ্ন 23 : আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের নাম ?
উত্তর : ডোনাল্ড ট্রাম্প

প্রশ্ন 24 : PSLV-র পুরো কথা কী ?
উত্তর : পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকল (Polar Satellite Launch Vehicle)

প্রশ্ন 25 : ড্রেন অফ ওয়েলথ (Drain of Wealth) কার লেখা ?
উত্তর : দাদাভাই নওরোজি

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Breaking

Know More