Class 9 Physical science Model Activity task Answer
model
activity- 1
1. সত্য-মিথ্যা বিচার করো-- "আইসোবার
গুলির ভরসংখ্যা সমান হলেও ভর সমান নয়" |
- Ans:- কারণ ভর এবং ভরসংখ্যা দুটি আলাদা জিনিস | Ar ও Ca এরা পরস্পরের আইসোবার যাদের ভরসংখ্যা সমান | কিন্তু Ar এর ভর 39.948 u এবং Ca এর ভর 40.078 u তাইআইসোবার গুলির ভরসংখ্যা সমান হলেও ভর সমান নয় ----কথাটি সত্য
2. ওজনের বাক্সের বাটখারাগুলির ভর 5:2:2:1 অনুপাত এর কারণ কি ?
- Ans:- সাধারণ তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারার 5:2:2:1 অনুপাতে
রাখা হয় যাতে 10 mg থেকে 211.11 g পর্যন্ত যে কোন মানের ভর এদের সাহায্যে মাপা
যায় |
3. বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে
না কেন ?
Ans:- এরোপ্লেন
ওড়ার মূল নীতি অনেকটাই Newton's third law এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
আমরা এরোপ্লেনের সামনে
যে দুটি বড়ো বড়ো পাখা বা ব্লেড(Propeller), দেখতে
পাই তার বায়ু কে পেছনে দিকে ঠেলে সামনে এগিয়ে যায়(অনেকটা জলে সাঁতার কাটার মত),
তাছাড়া বায়ুমন্ডলের বাতাসের
অক্সিজেন বাইরে থেকে সংগ্রহ করে তাকে তরলীভূত করে জ্বালানির কাজে ব্যবহার করা হয়।
বায়ুশূন্য স্থানে এটি
কোনোমতেই সম্ভব নয়, তাই বায়ুশূন্য স্থানে
এরোপ্লেন উড়তে পারে না।
4. রাদারফোর্ডের পরীক্ষা থেকে কীভাবে তিনি
এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর বেশিরভাগ স্থানেই ফাঁকা ?
Ans:-
বিজ্ঞানী
রাদারফোর্ড মতো একটি
স্বর্ণের পাতের উপর(যেখানে আছে কোটি কোটি স্বর্ণের পরমাণু) উচ্চগতির α-কণা(একধরনের
দ্বিধনাত্মক আয়ন,আলফা
কণা) নিক্ষেপ করেছিলেন।
আমরা
জানি,
পরমাণুতে ঋণাত্মক চার্জবিশিষ্ট ইলেনট্রণ,ধনাত্মক
চার্জবিশিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে।। ফলে,
α-কণা
নিক্ষেপের ফলে দেখা গেলো,
·
৯৯% আলফা কণা স্বর্ণের
পাত ভেদ করে চলে গেল।(কারণ,ইলেকট্রনের
ভর α-কণার
ভরের তুলনায় অতি নগন্য। ইলেকট্রন আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না।)
·
কয়েকটি আলফা কণা গতি
পথের দিক পরিবর্তন করে।
·
খুব কমসংখ্যক আলফা
কণা(২০ হাজারের মধ্যে ১টি) সোজা বিপরীত দিকে ফিরে আসে।(কারণ, α-কণার
ভর,নিউক্লিয়াসের
ভরের তুলনায় অতি নগন্য।ফলে নিউক্লিয়াস α-কণাকে বিকর্ষণ করে।)
যেহেতু, বেশিরভাগ
α-কণাই
স্বর্ণের পাত ভেদ করে চলে যায় এবং কমসংখ্যক α-কণা বিপরীত দিকে ফিরে আসে।তাই, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা থাকে।
model
activity- 3
1. বিজ্ঞানের বিভিন্ন শাখা অ্যাভোগাড্রো
সংখ্যার গুরুত্ব আলোচনা
করো |
Ans:- অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্রাম-পরমাণু, গ্রাম-অণু, পারমাণবিক ভর, আণবিক ভরের সংজ্ঞা
দেওয়া যায়।
জীববিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব :
1.
2. বায়োলজিক্যাল
সিস্টেমের অন্তর্গত যে-কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের 1 গ্রাম-অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক
অণু থাকে। জীবজগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান জল, যার রাসায়নিক সংকেত হল H,0, যার প্রকৃত ধারণা অ্যাভোগাড্রো
নীতিটিকে প্রয়োগ করে লাভ করা সম্ভব হয়েছে।
3. অ্যাভোগাড্রো নীতি অনুসারে, যে কোনও গ্যাসের 1 তিল অন্য যে কোনও গ্যাসের সমান পরিমাণে দখল করবে। পরিবেশে বিভিন্ন গ্যাস ছাড়াও কীভাবে রুটি বা বেকারি খাবার প্রস্তুত করবেন সে সম্পর্কেও ধারণা রয়েছে। উদাহরণস্বরূপ, ইয়েস্টগুলি সিও 2 এবং ইথানল উত্পাদন করতে চিনি থেকে দীর্ঘ শর্করা বিচ্ছিন্ন করে। পূর্ব কার্বন ডাই অক্সাইড বুদবুদ CO2 উত্পাদন করে যা স্তর বৃদ্ধি করে। গ্যাস বুদবুদে গ্যাসের আয়তন বৃদ্ধি সিও 2, অ্যাভোগাড্রো নীতি অনুসরণ করে।
পদার্থবিদ্যায়
অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব :
1. পদার্থবিদ্যায়
অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব বিশেষভাবে লক্ষণীয়। অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে
গ্যাসীয় পদার্থের আণবিক ভর নির্ণয় করে তাকে 2 দিয়ে ভাগ করলে
গ্যাসীয় পদার্থের বাষ্পীয় ঘনত্ব পাওয়া যায়। যেমন- 6.022 × 10^23 সংখ্যক বা অ্যাভোগাড্রোসংখ্যক
কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গ্রাম
2. STP-তে গ্যাসীয়, এমন একটি যৌগের 3.011 × 10^22 সংখ্যক
অণুর ভর 3.2 g হলে
যৌগের গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো। STP-তে
3.2 গ্রাম
গ্যাসীয় যৌগটির আয়তন কত লিটার?
উত্তরঃ STP তে সংখ্যক অণুর ভর 3.2 g
অর্থাৎ STP তে 3.011 × 10^22 সংখ্যক অণুর ভর 3.2 g
অর্থাৎ STP তে 6.022 × 10^23 সংখ্যক অণুর বা 1 মোল ঐ যৌগের ভর 64
g
◾ ওই গ্যাসীয় যৌগটির আণবিক গুরুত্ব 64
◾ STP-তে 64 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন = 22.4
লিটার
“ 1 “ “ “ “ “
= 22.4/64 লিটার
“ 3.2 “ “ “ “ “
= (22.4x3.2)/64 লিটার
= 1.12 লিটার।
3. কোনো ব্যক্তি হাতে
একটি সুটকেশ ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ
বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে? ব্যাখ্যা করো।
Ans:- কোন ব্যক্তি ভূমির সঙ্গে
লম্বভাবে ঝুলিয়ে অর্থাৎ ভূমির অনুভূমিকভাবে একটি সুটকেস নিয়ে গেলে সুটকেসের
যেদিকে সরণ হয় সেদিকে বলের উপাংশ F.cos90° =0
অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে
কৃতকার্যের মান = সরণ × 0 = 0
4.
একটি 100g
ভরের বস্তু 500m উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করার 3s পরে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো।
Ans:- বস্তুটির ভর 100 গ্রাম = 0.1 কিগ্রা
বস্তুটির প্রাথমিক বেগ (u)= 0
বস্তুটির অন্তিম বেগ (v) = u + gt
= 0 + 9.81×3
মিটার /সেকেন্ড
= 29.43 মিটার
/সেকেন্ড
বস্তুটির
গতিশক্তি = 1/2mv^2 জুল
= 1/2×0.1× (29.43)^2 জুল
= 43.30 জুল

