GK questions answers

GK questions answers



1. সবচেয়ে বড় কোষ হলো-
A. উট পাখির ডিম #
B. কুমিরের ডিম
C. কচ্ছপের ডিম
D. রাজহাঁসের ডিম
 
 
2. রাইবােজোম নামক ইউক্যারিওটিক অঙ্গানুটি যে অপর কোশীয় অঙ্গানুর ওপর অবস্থান করে-
A. কোষপর্দা
B. গলগি বডি
C. ER #
D. উক্তিটি ভ্রান্ত
 
3. নিচের কোনটি কোষপ্রাচীর বিহীন জীবনু ?
A. ব্যাকটেরিয়া
B. নষ্টক
C. আর্কিব্যাকটেরিয়া
D. মাইকোপ্লাজমা #
 
4. ওয়াটসন ও ক্রিক কোনটি আবিষ্কারের জন্য বিখ্যাত?
A. Plasmodium vivax এর জীবনচক্রের
B. ভ্যাকসিন
C. DNA এর গঠন #
D. এন্টি বডি
 
5. কোষপর্দা কোথায় দেখা যায় ?
A. প্রাণী কোষে
B. উদ্ভিদ কোষে
C. উভয় কোষে #
D. উপরের কোনোটাই নয়
 
6.. প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি ?
A. স্নায়ু কোষ #
B. যকৃত কোন
C. রক্তকোষ
D. পেশী কোষ

 

7. কোন প্রাণী কোষে প্লাস্টিড থাকে?
A. ইউগ্লিনা #
B. স্পঞ্জ
C. হাইড্রা
D. কৃমি
 
8. খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ হল?
A. 1 মাইক্রন
B. 10 মাইক্রন #
c. 100 মাইক্রন
D. 1000 মাইক্রন
 
9. নিচের কোনটিকে শক্তিঘর বলা হয়?
A. সেন্ট্রোজোম
B. মাইটোকনড্রিয়া #
C. প্লাস্টিড
D. গলগিবডি
 
10. নিচের কোনটিতে DNA পাওয়া যাবে ?
A. মাইটোকনড্রিয়া
B. ক্লোরােপ্লাস্ট
C. নিউক্লিয়াস
D. সবগুলি #
 
11. কোষতত্ত্ব (Cell theory) অনুযায়ী-
A. কোষ থেকে কোষের উৎপত্তি হয়।
B. কোষ হলাে জীবের গঠনগত একক
C. কোষ দুই প্রকার হয় - ইউক্যারিওটিক কোষ ও
প্রােক্যারিওটিক কোষ
D. A B উভয়ই #
 
12. নিউক্লিওলাস নিজের কিসের দ্বারা গঠিত?
A. DNA ও প্রোটিন
B. DNA ও ফ্যাট
C. RNA ও লিপিড
D. RNA ও প্রোটিন #
 
13. কোষের প্রােটিন তৈরির কারখানা হল -
A. গলগি বডি
B. ER
C. রাইবােজোম #
D. অ্যামাইনো এসিড
 
 
 
14. কোষ পর্দার তরল মােজাইক মডেল টি কার?
A. এ ওভারটন
B. ড্যানিয়েলি ডাভসন
C. রবার্টসন
D. সিঙ্গার-নিকলসন #
 
15. কোনটি ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু ?
A. লাইসােজোম
B. রাইবােজোম #
C. গলগী বডি
D. ER
 
16. উদ্ভিদের যে গ্রাহক আলােক পর্যায় কাল নির্ণয় করে তা হল-
A. সংজ্ঞাবহ কোষ
B. সংজ্ঞাবহ অঙ্গ-প্রত্যঙ্গ #
C. প্রােটিন অনু
D. K এর নতিমাত্রা
 
17. কোষের প্রােটোপ্লাজম অংশের নামকরণ করেন কে ?
A. রবার্ট ব্রাউন
B. দুজারদিন
C. পারকিনজি #
D. দ্য রবার্টিস
 
18. সম্পূর্ণ রসস্ফীত কোষের কোনটি শূন্য হয়?
A. জল পােটেনশিয়াল
B. প্রাচীর চাপ
C. অভিস্রবণ চাপ #
D.সবগুলি
 
19. উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপ্রাচীর কিসের দ্বারা গঠিত?
A. প্রোটিন
B. লিপিড
C. ফ্যাট
D. সেলুলোজ #

   

20. কোষের নিউক্লিয়াস কয়টি অংশ নিয়ে গঠিত?
A. 2
B. 3
C. 4 #
D. 5
 
21. নিচের কোন কোষ বিভাজনটিকে অনুন্নত ধরা হয় ?
A. মাইটোসিস
B. মিয়ােসিস
C. মুক্ত নিউক্লিয় বিভাজন
D. প্রােমাইটোসিস #
 
22. কোষ বিভাজনের সময় DNA সংশ্লেষিত হয়-
A. ইন্টারফেজে #
B. অ্যানাফেডে
C. প্রােফেজে
D. টেলােফেজ

Nobel Prize Winners List 2020


 
23. কোষ বিভাজনের সবচেয়ে ছােট দশা হল -
A. প্রােফেজ
B. মেটাফেজ
C. অ্যানাফেজ #
D. টেলােফেজ
 
24. একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি তা রাখা যায় -
A. জলে
B. কোষরসের সমান ঘনত্বের দ্রবণে
C. কোষরসের বেশি ঘনত্বের দ্রবণে #
D. কোষরসের কম ঘনত্বের দ্রবণে
 
 
25. কোষচক্রের কোন দশায় D N A এর সংশ্লেষ ঘটে?
A. G1 দশা
B. S দশা
C. H2 দশা
D. M দশা #
 
26. ক্রোমােজামের নিউক্লিওজোম মডেল বর্ণনা করেন ?
A. আর সি প্যানেল
B. ওয়াটসন ও ক্রিক
C. মুলার
D. রজার কর্নবার্গ #
 
27. কোষের কোন অঙ্গানুর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ?
A. নিউক্লিওটাইড
B. প্লাস্টিড
C. রাইবোজোম #
D. ভ্যাকুওল
 
 
 
 
28. কিছু কিশমিশ কে জলে রাখলে তা ফুলে ওঠে। এটি যে ভৌত প্রক্রিয়ায় উদাহরণ তা হল
A. বহিঃঅভিস্রবণ
B. ডিপ্লাজমােলাইসিস #
C. ব্যাপন
D. প্লাজমােলাইসিস
 
29. উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি তা হল -
A. সেলুলােজ
B. সুক্রোজ
C. স্টার্চ #
D. লিগনিন
 
30. মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত জোড়া ?
A. 23 #
B. 24
C. 25
D. 26

0/Post a Comment/Comments

Previous Post Next Post

Breaking

Know More