General Knowledge (GK) 2021
General Knowledge: India GK
1. আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়?
- a) টোকিও #
- b) রেঙ্গুন
- c) সিঙ্গাপুর
- d) ব্যাংকক
2. ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে
- a) গুজরাট
- b) পাঞ্জাব #
- c) রাজস্থান
- d) সিন্ধু
3. ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিল?
- a) সুভাষচন্দ্র বোস
- b) ভগৎ সিং #
- c) মোহাম্মদ ইকবাল
- d) লালা লাজপত রায়
4. বেদ কথার অর্থ কি?
- a) জ্ঞান- #
- b) বুদ্ধি
- c) সম্মান
- d) কোনটাই নয়
5. কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?
- a) জয়নাল আবেদীন #
- b) হোসেন শাহ
- c) বলবন
- d) সুজাউদ্দৌলা
6. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কি?
- a) ভুটান #
- b) মায়ানমার
- c) নেপাল
- d) শ্রীলংকা
7. কোন শহরকে কটনপলিস বলা হয় ?
- a) পুনে
- b) মুম্বাই #
- c) নাগপুর
- d) আমেদাবাদ
8. মালনাদ শব্দের অর্থ কি ?
- a) হিমালয়ের দেশ
- b) পাহাড়ের দেশ #
- c) নদীর দেশ
- d) বালির দেশ
9. উকাই জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
- a) নর্মদা
- b) তাপ্তি #
- c) যমুনা
- d) কৃষ্ণা
10. ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এর নাম কি?
- a) দার্জিলিং
- b) মৌসিনরাম #
- c) মুসৌরি
- d) চেরাপুঞ্জি
11. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে?
- a) রাষ্ট্রপতি #
- b) প্রধানমন্ত্রী
- c) লোকসভার অধ্যক্ষ
- d) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
12. সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
- a) পন্ডিত জহরলাল
- b) বল্লভ ভাই প্যাটেল
- c) ডঃ বি আর আম্বেদকর #
- d) আবুল কালাম আজাদ
13. শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে?
- a) রাষ্ট্রপতি
- b) পার্লামেন্টের
- c) লোকসভা
- d) সুপ্রিম কোর্ট #
14. কত সালে ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
- a) 1935 #
- b) 1944
- c) 1949
- d) 1947
15. ভারতবর্ষের ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার? মধ্যবর্তী স্তর কোনটি
- a) গ্রাম স্তর
- b) জেলা স্তর
- c) পঞ্চায়েত সমিতি #
- d) ইউনিয়নবোর্ড
16. নিফটি শেয়ার সূচক কোন স্টক এক্সচেঞ্জ এর সঙ্গে? জড়িত
- a) বোম্বে স্টক এক্সচেঞ্জ
- b) কলকাতা স্টক এক্সচেঞ্জ
- c) ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ #
- d) মাদ্রাজ স্টক এক্সচেঞ
17. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি ?
- a) পশ্চিমবঙ্গ
- b) বিহার #
- c) ওড়িশা
- d) ত্রিপুরা
18. মুদ্রাস্ফীতি হল ?
- a) টাকার যোগান বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি
- b) টাকার উৎপাদন বৃদ্ধি এবং যোগান হ্রাস #
- c) উৎপাদন হ্রাস এবং টাকার যোগান হ্রাস
- d) উৎপাদন হ্রাস এবং টাকার যোগান বৃদ্ধি
19. ভিলাই বোকারো ইস্পাত কারখানা কোন বিদেশী বিনিয়োগের সাহায্যে স্থাপিত হয ?
- a) মার্কিন
- b) সোভিয়েত রাশিয়া #
- c) ব্রিটিশ
- d) জার্মানি
20. আমদানি রপ্তানি ব্যাংক এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় হাজার ?
- a) 1964
- b) 1982 #
- c) 1976
- d) 1984
 

Post a Comment