General Knowledge Questions, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ,Sports GK, Static GK, GK

 General Knowledge (GK) 2021

যেহেতু আমরা সচেতন যে General Knowledge (GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ করেন। এখন কোনও দিন, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা সাফ করার জন্য সাধারণ সচেতনতার একটি ভাল জ্ঞান খুব গুরুত্বপূর্ণ। এই সমস্ত কিছুর উপর আসার জন্য আপনার চারপাশের ঘটনাগুলির বোঝা উচিত।

General Knowledge Questions Answers

General Knowledge: India GK

ইন্ডিয়া GK ভারতীয় রাজ্য, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, ভারতে বিপ্লব, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস, ভূগোল এবং এর বৈচিত্র্য, পলিসি সম্পর্কে সুনির্দিষ্টভাবে যথাযথভাবে সমস্ত স্ট্যাটিক অন্তর্দৃষ্টি তথ্য অন্তর্ভুক্ত করে।

সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নীচে দেওয়া হল। এই বিভাগে পরীক্ষার দৃষ্টিতে ভারত সম্পর্কে সমস্ত মূল তথ্য রয়েছে যেমন:

1. আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়?

  • a) টোকিও #
  • b) রেঙ্গুন
  • c) সিঙ্গাপুর
  • d) ব্যাংকক

2. ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে 

  • a) গুজরাট
  • b) পাঞ্জাব #
  • c) রাজস্থান
  • d) সিন্ধু 

3. ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিল?

  • a) সুভাষচন্দ্র বোস
  • b) ভগৎ সিং # 
  • c) মোহাম্মদ ইকবাল
  • d) লালা লাজপত রায়

4. বেদ কথার অর্থ কি?

  • a) জ্ঞান- #
  • b) বুদ্ধি 
  • c) সম্মান 
  • d) কোনটাই নয়

5. কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?

  • a) জয়নাল আবেদীন # 
  • b) হোসেন শাহ 
  • c) বলবন 
  • d) সুজাউদ্দৌলা

6. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কি?

  • a) ভুটান #
  • b) মায়ানমার
  • c) নেপাল
  • d) শ্রীলংকা

7. কোন শহরকে কটনপলিস বলা হয় ?

  • a) পুনে
  • b) মুম্বাই #
  • c) নাগপুর
  • d) আমেদাবাদ

8. মালনাদ শব্দের অর্থ কি ?

  • a) হিমালয়ের দেশ 
  • b) পাহাড়ের দেশ #
  • c) নদীর দেশ 
  • d) বালির দেশ

9. উকাই জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? 

  • a) নর্মদা 
  • b) তাপ্তি # 
  • c) যমুনা 
  • d) কৃষ্ণা

10. ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এর নাম কি?

  • a) দার্জিলিং 
  • b) মৌসিনরাম # 
  • c) মুসৌরি
  • d) চেরাপুঞ্জি

11. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে?

  • a) রাষ্ট্রপতি # 
  • b) প্রধানমন্ত্রী 
  • c) লোকসভার অধ্যক্ষ
  • d) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

12. সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? 

  • a) পন্ডিত জহরলাল
  • b) বল্লভ ভাই প্যাটেল 
  • c) ডঃ বি আর আম্বেদকর #
  • d) আবুল কালাম আজাদ

13. শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে?

  • a) রাষ্ট্রপতি 
  • b) পার্লামেন্টের
  • c) লোকসভা 
  • d) সুপ্রিম কোর্ট #

14. কত সালে ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 

  • a) 1935  #
  • b) 1944  
  • c) 1949 
  • d) 1947

15. ভারতবর্ষের ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার? মধ্যবর্তী স্তর কোনটি 

  • a) গ্রাম স্তর 
  • b) জেলা স্তর
  • c) পঞ্চায়েত সমিতি # 
  • d) ইউনিয়নবোর্ড

16. নিফটি শেয়ার সূচক কোন স্টক এক্সচেঞ্জ এর সঙ্গে? জড়িত

  • a) বোম্বে স্টক এক্সচেঞ্জ  
  • b) কলকাতা স্টক এক্সচেঞ্জ 
  • c) ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ #
  • d) মাদ্রাজ স্টক এক্সচেঞ

17. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি ?

  • a) পশ্চিমবঙ্গ 
  • b) বিহার #
  • c) ওড়িশা 
  • d) ত্রিপুরা

18. মুদ্রাস্ফীতি হল ?

  • a) টাকার যোগান বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি
  • b) টাকার উৎপাদন বৃদ্ধি এবং যোগান হ্রাস #
  • c) উৎপাদন হ্রাস এবং টাকার যোগান হ্রাস
  • d) উৎপাদন হ্রাস এবং টাকার যোগান বৃদ্ধি

19. ভিলাই বোকারো ইস্পাত কারখানা কোন বিদেশী বিনিয়োগের সাহায্যে স্থাপিত হয ?

  • a) মার্কিন 
  • b) সোভিয়েত রাশিয়া #
  • c) ব্রিটিশ 
  • d) জার্মানি

20. আমদানি রপ্তানি ব্যাংক এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় হাজার  ?

  • a) 1964
  • b) 1982 #
  • c) 1976
  • d) 1984


0/Post a Comment/Comments

Previous Post Next Post

Breaking

Know More