General Knowledge (GK) 2021
General Knowledge: India GK
সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নীচে দেওয়া হল। এই বিভাগে পরীক্ষার দৃষ্টিতে ভারত সম্পর্কে সমস্ত মূল তথ্য রয়েছে যেমন:
1. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়?
- a) 1790 খ্রিস্টাব্দে
- b) 1793 খ্রিস্টাব্দ #
- c) 1798 খ্রিস্টাব্দ
- d) 1802 খ্রিস্টাব্দ
2. কলিকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয?
- a) 1867 খ্রিস্টাব্দে
- b) 1816 খ্রিস্টাব্দে
- c) 1817 খ্রিস্টাব্দে #
- d) 1867 খ্রিস্টাব্দে
3. কোন ব্রিটিশ শাসক ভারতের পুলিশ প্রশাসনের স্থাপন কর্তা ছিলেন?
- a) লর্ড কর্নওয়ালিস #
- b) লর্ড ওয়েলেসলি
- c) লর্ড ডালহৌসি
- d) লর্ড উইলিয়াম
4. বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দি প্রিন্স এর রচয়িতা কে?
- a) দান্তে
- b) ম্যাকিয়াভেলি #
- c) বোকাচো
- d) পেত্রার্ক
5. যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন?
- a) বাবর #
- b) আকবর
- c) শেরশাহ
- d) ঔরঙ্গজেব
6. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
- a) লর্ড ক্যানিং
- b) লর্ড ওয়ারেন হেস্টিংস #
- c) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
- d) লর্ড ক্লাইভ
7. তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালী দ্বারা ?
- a) কুক প্রণালী
- b) বেরিং প্রণালী
- c) ব্যাস প্রণালী #
- d) লুজন প্রণালী
8. G.M.T.এবং I.S.Tমধ্যে পার্থক্য হল ?
- a) 2ঘন্টা 30 মিনিট
- b) 5 ঘন্টা 30 মিনিট #
- c) 6 ঘন্টা 30 মিনিট
- d) 7 ঘন্টা 30 মিনিট
9. বৃষ্টিচ্ছায়া অঞ্চল দেখা যায -
- a) পাহাড়ের শীর্ষদেশে
- b) পাহাড়ের পাদদেশে
- c) প্রতিবাদ ঢাল বরাবর
- d) অনুবাদ ঢাল বরাবর #
10. আগ্নেয় শিলা পাললিক শিলায় পরিণত হয় -
- a) তাপের প্রভাবে
- b) ক্ষয় প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয় এর ফলে #
- c) শীতলীকরণ ও কঠিনীভবন এর ফলে
- d) ওপরের কোনোটিই নয়
11. ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং কি ?
- a) লাল
- b) হলুদ
- c) সাদা
- d) কালো #
12. গণপরিষদ আমাদের জাতীয় পতাকা কে গ্রহণ করে l-
- a) 22 জুলাই 1947 #
- b) 22 জুলাই 1946
- c) 22 জুলাই 1945
- d) 22 জুলাই 1944
13. আমাদের জাতীয় পতাকার রূপকার কে-
- a) পীযূষ ভেঙ্কাইয়া
- b) পিনাকী ভেঙ্কাইয়া
- c) পিঙ্গালি ভেঙ্কাইয়া #
- d) পিয়ালী ভেঙ্কাইয়া
14. "Habeas Corpus" শব্দটির অর্থ হলো -
- a) You may have the body #
- b) you may retain a person
- c) you may release a person
- d) none of the above
15. সংবিধানের যে ধারায় গুলিতে ধর্মাচরণের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে সেগুলি হল -
- a) 14 থেকে 18
- b) 25 থেকে 28 #
- c) 19 থেকে 22
- d) 29 থেকে 30
16. যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে -
- a) লোকপাল
- b) অর্থ কমিশন
- c) নীতি আয়োগ #
- d) লোকায়ুক্ত
17. রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে -
- a) জমি রাজস্ব থেকে
- b) শুল্ক থেকে আয়
- c) বাণিজ্যিক কর #
- d) নেশা দ্রব্যের উপর আবগারি শুল্ক
18. কতগুলো ব্যাংকে জাতীয়করণ করা হয় 1969 সালে -
- a) 16
- b) 14 #
- c) 15
- d) 20
19. ICICI কিসের নাম -
- a) কেমিক্যাল
- b) শিল্প কর্পোরেশন
- c) অর্থনৈতিক প্রতিষ্ঠান #
- d) ব্যুরো
20. NABARD প্রতিষ্ঠানটি জড়িত-
- a) গ্রামোন্নয়নের #
- b) রেল উন্নয়নে
- c) শিল্প উন্নয়নের
- d) শহর উন্নয়নে

Post a Comment