General Knowledge Questions Answers [MCQ] সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়

 General Knowledge (GK) 2021

যেহেতু আমরা সচেতন যে General Knowledge (GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ করেন। এখন কোনও দিন, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা সাফ করার জন্য সাধারণ সচেতনতার একটি ভাল জ্ঞান খুব গুরুত্বপূর্ণ। এই সমস্ত কিছুর উপর আসার জন্য আপনার চারপাশের ঘটনাগুলির বোঝা উচিত।

General Knowledge Questions Answers

General Knowledge: India GK

ইন্ডিয়া GK ভারতীয় রাজ্য, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, ভারতে বিপ্লব, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস, ভূগোল এবং এর বৈচিত্র্য, পলিসি সম্পর্কে সুনির্দিষ্টভাবে যথাযথভাবে সমস্ত স্ট্যাটিক অন্তর্দৃষ্টি তথ্য অন্তর্ভুক্ত করে।

সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নীচে দেওয়া হল। এই বিভাগে পরীক্ষার দৃষ্টিতে ভারত সম্পর্কে সমস্ত মূল তথ্য রয়েছে যেমন: 

1. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়?

  • a) 1790 খ্রিস্টাব্দে
  • b) 1793 খ্রিস্টাব্দ #
  • c) 1798 খ্রিস্টাব্দ
  • d) 1802 খ্রিস্টাব্দ

2. কলিকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয? 

  • a) 1867 খ্রিস্টাব্দে
  • b) 1816 খ্রিস্টাব্দে 
  • c) 1817 খ্রিস্টাব্দে # 
  • d) 1867 খ্রিস্টাব্দে

3. কোন ব্রিটিশ শাসক ভারতের পুলিশ প্রশাসনের স্থাপন কর্তা ছিলেন?

  • a) লর্ড কর্নওয়ালিস # 
  • b) লর্ড ওয়েলেসলি 
  • c) লর্ড ডালহৌসি 
  • d) লর্ড উইলিয়াম 

4. বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দি প্রিন্স এর রচয়িতা কে?

  • a) দান্তে 
  • b) ম্যাকিয়াভেলি # 
  • c) বোকাচো 
  • d) পেত্রার্ক

5. যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন?

  • a) বাবর # 
  • b) আকবর 
  • c) শেরশাহ 
  • d) ঔরঙ্গজেব

6. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

  • a) লর্ড ক্যানিং
  • b) লর্ড ওয়ারেন হেস্টিংস #
  • c) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
  • d) লর্ড ক্লাইভ

7. তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালী দ্বারা ?

  • a) কুক প্রণালী
  • b) বেরিং প্রণালী 
  • c) ব্যাস প্রণালী #
  • d) লুজন প্রণালী

8. G.M.T.এবং I.S.Tমধ্যে পার্থক্য হল ?

  • a) 2ঘন্টা 30 মিনিট 
  • b) 5 ঘন্টা 30 মিনিট # 
  • c) 6 ঘন্টা 30 মিনিট 
  • d) 7 ঘন্টা 30 মিনিট

9. বৃষ্টিচ্ছায়া অঞ্চল দেখা যায -

  • a) পাহাড়ের শীর্ষদেশে 
  • b) পাহাড়ের পাদদেশে 
  • c) প্রতিবাদ ঢাল বরাবর 
  • d) অনুবাদ ঢাল বরাবর #

10. আগ্নেয় শিলা পাললিক শিলায় পরিণত হয় -

  • a) তাপের প্রভাবে 
  • b) ক্ষয় প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয় এর ফলে #
  • c) শীতলীকরণ ও কঠিনীভবন এর ফলে
  • d) ওপরের কোনোটিই নয়

11. ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং কি ?

  • a) লাল 
  • b) হলুদ 
  • c) সাদা
  • d) কালো #

12. গণপরিষদ আমাদের জাতীয় পতাকা কে গ্রহণ করে l-

  • a) 22 জুলাই  1947  #
  • b) 22 জুলাই 1946 
  • c) 22 জুলাই 1945 
  • d) 22 জুলাই 1944

13. আমাদের জাতীয় পতাকার রূপকার কে-

  • a) পীযূষ ভেঙ্কাইয়া
  • b) পিনাকী ভেঙ্কাইয়া 
  • c) পিঙ্গালি ভেঙ্কাইয়া # 
  • d) পিয়ালী ভেঙ্কাইয়া

14. "Habeas Corpus" শব্দটির অর্থ হলো -

  • a) You may have the body  #
  • b) you may retain a person
  • c) you may release a person
  • d) none of the above 

15. সংবিধানের যে ধারায় গুলিতে ধর্মাচরণের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে সেগুলি হল -

  • a) 14 থেকে 18 
  • b) 25 থেকে 28  #
  • c) 19 থেকে 22 
  • d) 29 থেকে 30

16. যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে -

  • a) লোকপাল 
  • b) অর্থ কমিশন
  • c) নীতি আয়োগ # 
  • d) লোকায়ুক্ত

17. রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে -

  • a) জমি রাজস্ব থেকে 
  • b) শুল্ক থেকে আয়
  • c) বাণিজ্যিক কর # 
  • d) নেশা দ্রব্যের উপর আবগারি শুল্ক

18. কতগুলো ব্যাংকে জাতীয়করণ করা হয় 1969 সালে -

  • a) 16
  • b) 14 # 
  • c) 15 
  • d) 20

19. ICICI কিসের নাম -

  • a) কেমিক্যাল
  • b) শিল্প কর্পোরেশন
  • c) অর্থনৈতিক প্রতিষ্ঠান #
  • d) ব্যুরো

20. NABARD প্রতিষ্ঠানটি জড়িত-

  • a) গ্রামোন্নয়নের # 
  • b) রেল উন্নয়নে
  • c) শিল্প উন্নয়নের 
  • d) শহর উন্নয়নে


0/Post a Comment/Comments

Previous Post Next Post

Breaking

Know More